খবরের শিরোনামে

খবর হবে এই ইচ্ছায়, তাপমাত্রা

৩৪ থেকে ৩৫

৩৫ থেকে ৩৬, তারপর

৩৬ থেকে সোজাসুজি ৩৯ ডিগ্রি সেলসিয়াস।

তবু মন গলেনি,

কতদিন আইসক্রীমের স্বাদ,

বরফ জলে কুলকুচি

ফ্রীজের দরজা হাট করে

লাল তরমুজের লোভ,

এসব সামলে কোলকাতা

থেকে কার্ডিফ,

তিলোত্তমা থেকে অনুত্তমা

এখন ঘরবন্দী।

তাপমাত্রা তাই উষ্মা ভর্তি

গরম বাতাস ঢুকিয়ে দেয়

সমুদ্রের নোনা হাওয়ায়,

কপাল পুড়িয়েও,

লকডাউনে খবরের সঙ্গে মেরেকেটে

দু লাইন। জ্বলে পুড়ে খাক হয়ে যাওয়া খিদে,

করোনার সঙ্গী শিরোনামে।

 তাপমাত্রা সন্তর্পনে এগোয়,

পৃথিবীর সব জল শুষে,

হন্তারক হবে।কোভিড নাইন্টিন

নয়, খবরের শিরোনামে সেদিন

টেম্পারেচার। 

Profile Shyam Sundar Goswami

শ্যাম সুন্দর গোস্বামী
লেখক পরিচিতির জন্য ক্লিক করুন

© 2020 Golpo cloud (গল্প cloud)

Golpo cloud, Cardiff, United Kingdom, CF24 1RE
E – golpocloud@gmail.com 

error: Content is protected !!