পাঁচালি

‘১.করোনা নিরাময়
পাঁচালি……

 

শুনো শুনো
মর্তবাসী শুনো দিয়া মন

Virus তাড়াবার পথ করিব বর্ণন

গোমূত্র পান
কারো শনি মঙ্গলবারে

করোনা র আক্রমণ
হইবে না তার ঘরে

রোদে পুড়ে
ঝাঁঝরা হও পাইবে নিস্তার

গরম পড়লে virus পোকা পাবেনা নিস্তার

ম্যালেরিয়া টিবি
সহ যত মহামারী

সে দাওয়াই দেখে
বেটা দিবে সাগরপারি

আলো জ্বেলে তালি
দিয়ে ফোটাও আতশবাজি

দেখি কেমনে
রক্ষা পায় covid বাবাজি

রাহুকেতুর
অবস্থানে এ বিপর্যয়

রামদেব বলেন
অশ্বগন্ধায় আছে নিরাময়

সবে মিলে জোর
হাতে মানো এ বিধান

পগারপার দেবে
ব্যাটা china এ সটান

পুণ্যভূমি
ভারতবর্ষের আমরা পুণ্যবান

সর্ব উচ্চ হেতা
জেনো গুরুর বিধান।

 

 

২. রোগ মুক্তির
উপায়

 

স্ত্রী- আজকে
কিন্তু তোমায় একটু বাজার যেতে হবে ।

 

স্বামী- সেকি? এইতো পরশু এত বড় লিস্ট দিলে। সব এ তো এনে দিলাম।জানোনা বার বার বেরোনো বারণ? এতে সংক্রমণ ছড়ায়।

 

স্ত্রী- ওসব
জানিনা। Clorox শেষ হয়ে গেছে।না হলেই নয়।

 

স্বামী- ছাড়ো
তো। maid এই ছুটি। বাড়িতে কোনো পার্টি ও নেই । ওই
পরিষ্কারের বাতিক তা একটু কমাও তো। আমার ঘাড়ে ই তো পড়বে শেষে।

 

স্ত্রী- ধুর
পরিষ্কার কে করছে?টিভি তে বলেছে  Clorox নাও covid ভাগও

 

Clorox….একি অঙ্গে এত রূপ।

 

Corona সংক্রমণ থেকে বাঁচার
এবং নিরাময়ের নানা উপায় খুঁজে চলেছে বিশ্বজোড়া বিজ্ঞানীর দল। এরই মধ্যে নানা মুনির
নানা মত ভেসে আসছে কানে।তার দুটুকরো গল্প তুলে ধরলাম।

 

বি দ্র-নিজ দায়িত্বে উপায়গুলি প্রয়োগ করিবেন

 

তনুকা গাঙ্গুলী

 এপ্রিল 24,2020লস এঞ্জেলেস, ক্যালিফোর্নিয়া

২৪ এপ্রিল, ২০২০

© 2020 Golpo cloud (গল্প cloud)

Golpo cloud, Cardiff, United Kingdom, CF24 1RE
E – golpocloud@gmail.com 

error: Content is protected !!