jojon gondha 4

নিযোজনগন্ধার হাতে ছাতিমের চারা
পবিত্র ধর্মভূমির
মাটিতে হিংসার দাগ  

আমরা সেখানেই মাটি খুঁড়ি

জল নেই। 

তিন ধর্মপ্রাণ মানুযের জন্য

আমরা প্রার্থনায় বসি,

আমরা আমাদের অশ্রু দিয়ে

মাটি ভেজাই,  

আমাদের প্রার্থনায় বসতে দেখে

তিন ধর্মের বহু মানুষই

প্রার্থনায় এসে বসেন। 

আমি ওদের মানবতার কথা বলি,

যোজনগন্ধা ওদের 

ভালোবাসার চারাগাছ দেয়। 

 

কিছুদিন বাদে ওদের চারাগাছগুলি

উপড়ে নিয়ে যায়

ধর্মমতীরা

আমরা ভয় পাই ,

আমরা নিজেরাই ভয় পাই

ভালোবাসার কথায়

মানবতার কথায়। 

 

আমরা অরণ্যের পথ ধরি। 

আমরা অরণ্যের পথ ধরি 

ফের অশ্রু ঝরাই,

বুঝি,

সময় হয়নি এখনও

মানবতার । 

error: Content is protected !!