সম্পাদকীয় ১৪ এপ্রিল ২০২০
‘গল্প cloud’ এ আপনাকে স্বাগত!
সবাই কে পয়লা বৈশাখ, ১৪২৭ এর আন্তরিক শুভেচ্ছা।
‘গল্প cloud’ একটা অনলাইন সাহিত্য পত্রিকা। মূলত ছোটগল্প, অনু-উপন্যাস এবং অবশ্যই কবিতার।
এই অবধি খটাখট করে কিবোর্ডে ঝড় তুলে লিখে ফেলে এবার স্ক্রীনের দিকে তাকিয়ে স্তব্ধ হয়ে বসে আছি।
এরপর একটা সদ্যজাত সাহিত্য পত্রিকা সম্বন্ধে তার সম্পাদকের আর নতুন করে কি বলার থাকতে পারে?
শুধু বলতে পারি আগে-কোনদিন-না-দেখা যে সঙ্কটের, কোন যুদ্ধ ছাড়াই যে মৃত্যু মিছিলের মধ্যে দিয়ে পৃথিবী হেঁটে চলেছে তারি ভগ্নস্তূপের মধ্যে আজ একটা চারাগাছের জন্ম হল। কালো আকাশের নীচে জন্মালেও নীল আকাশের স্বপ্ন আজ তার চোখে। আইসোলেশনে জন্ম হলেও আসলে ‘হাত-ধরার’ই গল্প বলবো আমরা। আপনিও।
আমরা রাজনীতির মানুষ নই যে পাঁচটা লোক জড়ো করে আরো পঞ্চাশটা লোকের বাড়ি আলু চাল পৌঁছে দেব, সেই ক্ষমতা আমাদের নেই (ইচ্ছেটা আছে), আমরা প্রশাসনের সঙ্গে যুক্ত নই; আমরা স্বাস্থ্যকর্মী নই, যারা নিজের জীবনের ঝুঁকি নিয়ে সেবা করে চলেছেন।
আমরা কিছু প্রান্তিক লেখকমাত্র। গল্পের কারবারি। কাগজে কলমে কল্পনার বেসাতি করি। কিন্তু সেই মিথ্যে চরিত্র আর কল্পিত আখ্যানে মানুষেরই হাত ধরি, পাশে থাকার অঙ্গীকার করি। মানসিক ভাবে সুস্থ একটা জীবন কাটাবার কথা বলি। আর কখনো সহ্যের সীমা ছাড়িয়ে যাওয়া কিছু অন্যায়ের বা অন্যায়ের প্রতিবাদ না করার গালে আমাদের গল্পের চপেটাঘাত করি। সবসময় গম্ভীর হয়ে নয়, কখনো সখনো হাসতে হাসতেও করি। কিন্তু সেটা বেশ স-জোরে এবং স-পাটে।
গল্পের একটা বল আছে। ঠিক যেমন সিনেমায় দেখা মিথ্যে হিরোর মিথ্যে ঢিসুম ঢিসুমে মিথ্যে ভিলেন কে গল্পের শেষে ‘কানুন কে হাওয়ালে’ করার মধ্যে থাকে। সিনেমা শেষে আজ ও হয়ত আপনার মনে হয় হোক না মিথ্যে, কিন্তু কোথাও যেন একটা সত্যি আছে।
গল্পের আড়ালে গল্পক্লাউডে সেই সত্যিটা আমরা খুঁজে পেতে চাই, ছাপতে চাই।
ভাল, মৌলিক লেখা চাই। আপনাদের থেকে। এটাই সবথেকে বড় কথা।
আসুন স্বপ্ন দেখি, গল্প লিখি। কবিতা লিখি। গল্পক্লাউডে।
যাতে দিনের শেষে ঘুমের দেশে মিলিয়ে যাওয়ার আগে সন্তানের পিঠে আলতো চাপড় মারতে মারতে বলতে পারেন, তারপর? তারপর সেই রাজার দেশে সুখ নেমে এল, সবাই রাজার বাড়ি নেমতন্ন খেলো আর খুব বাজি ফাটলো।
গল্প cloud কোন দিন বদলের স্বপ্ন নয়; গল্প cloud শুধুই গল্পের আর কবিতার। সেই গল্প, কবিতা যদি মন বদলায়, ভাবনা বদলায়, দিন আপনি বদলে যাবে।
আসুন, আইসোলেশনের নিয়ম মেনে চলি।
ভালো থাকুন।
সুস্থ থাকুন।
বিনীত –
শ্যামসুন্দর গোস্বামী
সম্পাদক, গল্প cloud
১৪ এপ্রিল ২০২০