প্রিয় পাঠক
আমাদের কাছে লেখা পাঠাবার সাধারন পদ্ধতি নিম্নরূপ:
১) গল্প cloud সম্পূর্ণ ভাবে অবাণিজ্যিক, অরাজনৈতিক ও সেকুলার। কোন রাজনৈতিক ও ধর্মীয় ভাবাপন্ন লেখা ছাপা হয় না।
২) এটি একটি অনলাইন বাংলা সাহিত্য পত্রিকা। লেখা পাঠাবার বিভাগগুলি – গল্প, কবিতা, ফীচার, নাটক, ছবি ও ভিডিও
৩) লেখার দৈর্ঘ্য – কমবেশি ২৫০০ শব্দের মধ্যে
৪) লেখা চয়ন, এডিটিং ও প্রকাশনার ব্যাপারে গল্প cloud এর সম্পাদকমণ্ডলীর মতামতই চূড়ান্ত
৫) আপনার লেখাটি Uni Code এ টাইপ করুন, তারপর Ms Word এ সেভ করে আমাদের ইমেইল এ পাঠিয়ে দিন। লেখা টাইপ করতে গুগল বেঙ্গলি ট্রান্সলিটারেশন ব্যবহার করতে পারেন।
৬) লেখা পাঠাবার সঙ্গে আপনার একটি ছবি ও লেখক পরিচিতি পাঠাবেন, লেখকমণ্ডলীতে দেওয়ার জন্য।
৭) লেখা পাওয়ার পর প্রাপ্তিসংবাদ দিয়ে আমরা আপনার সঙ্গে ইমেইল এ যোগাযোগ করবো এবং লেখা প্রকাশনার ব্যাপারে আলোচনা করবো।
৮) লেখা প্রকাশের জন্য আমরা কোন লেখককেই কোনরকম পারিশ্রমিকদিই না।
৯) লেখা প্রকাশ হলে আমরা লেখককে জানিয়ে দিই।
১০) আমাদের Email Address – golpocloud@gmail.com
১১) যে কোন লেখার কপিরাইট স্বত্ত সংশ্লিষ্ট লেখকের দ্বারা সংরক্ষিত। যে কোন লেখার কপিরাইট সম্পর্কিত বিষয়ের জবাব দেবেন সেই লেখার লেখক।
কোন প্রশ্ন থাকলে যোগাযোগ করুন। আপনার লেখা পাওয়ার অপেক্ষায় থাকলাম
ভালো থাকবেন, গল্প cloud পড়বেন, পড়াবেন ও লেখা পাঠাবেন।
অনির্বাণ মুখোপাধ্যায়
প্রতিষ্ঠাতা ও প্রকাশক, গল্প cloud
www.golpocloud.com