কার্ডিফ থেকে প্রকাশিত, গ্লোবাল বাংলা সাহিত্য পত্রিকা (অনলাইন)

সম্পাদকীয় ১ জুন ২০২০ 

প্রিয় পাঠক

বহমান জীবনের সঙ্গে তাল রেখে রূপান্তর হয়েছে বাংলা ভাষার।  বঙ্কিমচন্দ্র, শরৎচন্দ্র, বিভূতিভূষণ, রবীন্দ্রনাথের লেখা পড়তে পড়তে আমরা কখন প্রবেশ করেছি বিশ্বায়নের যুগে; এমন এক সন্ধিপটে, যেখানে স্থানভেদে বদলে যায় বাংলাভাষার শব্দভাণ্ডার, শব্দবন্ধ ও কথনশৈলী।  সময়ের সঙ্গে তাল রাখতে গল্প cloud তাই এক আধুনিক ও সার্বজনীন প্রকাশ মাধ্যম। দৈনন্দিন জীবনে বাংলা ভাষার ব্যবহারকে অব্যাহত রাখতে, বাড়িয়ে তুলতে ও তা নিয়ে গর্বিত হতে অঙ্গীকারবদ্ধ আমরা। 

বাংলা ভাষায় লেখার ও পড়ার প্রচেষ্টাকেই আমরা তুলে ধরতে চাই।  অবশ্যই প্রকাশনার গুণগত মানকে অবমাননা করি না আমরা, অস্বীকার করি না ভাষাজ্ঞ্যানের প্রয়োজনীয়তাকে। আমাদের এই প্রচেষ্টায় পাশে পেতে চাই সেইসব বাংলাভাষীদের, জীবিকা অথবা সামাজিক কারণে যাদের জীবনে বাংলা ভাষা ব্যবহারের সুযোগ ক্রমশ সংকুচিত। আমাদের পাঠক ও লেখকেরা ছড়িয়ে আছেন পৃথিবীর বিভিন্ন প্রান্তে। তাদের জীবনধারা একাধারে যেমন আধুনিক জীবনের প্রতিবিম্ব, তেমনই চিরকালীন বাঙালিয়ানা ও বাঙালি মূল্যবোধের পরিচায়ক। আমরা তৈরী করতে চাই এমন এক সাহিত্য ক্ষেত্র যা উদ্বুদ্ধ ও উৎসাহিত করবে একালের আধুনিকমনস্ক বাঙালিদের। তাদের সামনে তুলে ধরবে এমন এক রত্নভাণ্ডার যা নিহিত আছে বাংলা সাহিত্য, সংস্কৃতি ও ঐতিহ্যের মধ্যে। 

দীর্ঘ ২০ বছর যুক্তরাজ্যে বসবাস করার সুবাদে আমার ভাব প্রকাশের মূল মাধ্যম ইংরাজি। কিন্তু আজও মন খারাপের কোনও একলা মুহূর্তে, খুঁজি আমার পড়া কোন গদ্য বা পদ্যের কোন এক পঙতি যা শান্তি দেয় মনকে, ক্ষনিকের জন্যে নিয়ে যায় আমার শিকড়ে, প্রিয় বাংলায়। সব গ্লানি ভুলে উঠে দাঁড়ায় বিবেকানন্দ, রবীন্দ্রনাথ, সত্যজিৎ রায় এবং আরও অনেক দিকপাল বাঙালির পরিচয়ে পরিচিত এক অনাবাসী বাঙালি।

শেষ করার আগে স্মরণ করতে চাই একটি কথার যা কিশোর ও ছাত্র অবস্থায় প্রায়শই শুনতাম আমার মায়ের কাছে – ‘শরৎ বাবুকে না পড়লে বাংলাকে ভালো করে বুঝতে পারবে না।’ সেই একই কথা আজও প্রযোজ্য আমার পরবর্তী প্রজন্মের ক্ষেত্রে।  বাংলা থেকে এত শত মাইল দূরে জন্মে ও বসবাস করে, বাংলাকে চিনতে গেলে, তাদের জানতে হবে ‘বিরাজ’ এবং ‘নন্দিনী’ দুজনের কথাই। 

গল্প cloud তাই এক ক্ষুদ্র ‘প্রচেষ্টা’, আমাদের নতুন প্রজন্মকে সোনার বাংলার সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার, বাঙালি হিসেবে আমাদের সকলের গর্বিত হওয়ার। একাজে আপনাদের সকলের সাহায্য ও আশীর্বাদ প্রার্থনীয়।

অনির্বাণ মুখোপাধ্যায়

প্রতিষ্ঠাতা ও সম্পাদক, গল্প cloud  

কার্ডিফ, যুক্তরাজ্য

error: Content is protected !!