সম্পাদকীয় ২৩ মে ২০২০
প্রিয় পাঠকেরা
আসমুদ্র, হিমাচল ও বিভিন্ন মহাদেশে বসবাসকারী আপামর বাঙালীরা আজ শোকস্তব্ধ। সাইক্লোন ‘এমফেন‘ এর প্রলয়তান্ডবে সমস্ত পশ্চিমবঙ্গবাসী ও তাদের জনজীবন বিপর্যস্ত। ৭২ জন মানুষের প্রাণ কেড়ে নিয়েছে এই ঝড়, অসংখ্য মানুষ হারিয়েছেন তাদের শেষ সম্বলটুকুও। এই ভয়ঙ্কর প্রাকৃতিক বিপর্যয়ে সর্বশান্ত হয়েছেন বহু মানুষ, পরিস্তিতির সামাল দিতে সেনাবাহিনীর সাহায্য নিতে হয়েছে।
পশ্চিমবঙ্গবাসীর এই প্রচন্ড দুর্দিনে, ‘গল্প cloud’ এর পক্ষ থেকে আপনাদের কাছে বিনীত অনুরোধ যে ওয়েস্ট বেঙ্গল স্টেট্ ইমার্জেন্সি রিলিফ ফান্ড এর তহবিলে দান করুন। আসুন আমরা
সবাই মিলে কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াই , প্রতিহত করি এমফেন’কে।
ত্রান তহবিলের বিশদ বিবরণের জন্য এখানে ক্লিক করুন – www.wb.gov.in
অনির্বাণ মুখোপাধ্যায়
প্রতিষ্ঠাতা ও সম্পাদক
গল্প cloud