সুইচ বোর্ডের পাকদন্ডী বেয়ে
পাখা আর টিউবলাইটে ভর করে তোর আত্মা নেমে আসে।
আয়নায় আমার পেছনে দাঁড়িয়ে
দেখে আমাদের বিয়ে হলে কেমন দেখাতো।
তোকে ছুঁতে ইচ্ছা করে, পারিনা।
তোর ছায়ায় নির্বাসনের নির্দেশ।
তাও বাঁচতে হয়, সবার মতো আমাকেও জালাতে হয় আলো
আর সেই সুইচে জ্বলে ওঠে তোর ইলেক্ট্রিক চুল্লিটা। জীবনযুদ্ধ।