অনির্বাণ মুখোপাধ্যায় কার্ডিফে বসবাসকারী একজন বাঙালি। পেশাগত ভাবে উনি একজন সলিসিটর (ইংল্যান্ড এন্ড ওয়েলস), একাউন্টেন্ট এবং ট্যাক্স এডভাইসার। অনির্বাণ মূলত কাজ করেন কর্পোরেট এবং বিসনেস ল, কর্পোরেট ট্যাক্স ও কোম্পানি একাউন্টিং পরিসরে।
অনির্বাণ KIRAN (www.kiran.org.uk) নামক এক UK চ্যারিটির ট্রাস্টি এবং YMCA Cardiff এর বোর্ড মেম্বার
জীবিকার বাইরে, জীবনের প্রয়োজনে অনির্বাণ একজন পেশাদার গল্পকার; হ্যা উনি গল্প বাঁধেন, গল্প বলেন, গল্প শোনেন। গল্পের মাধ্যম কখনও থিয়েটার, গল্প অথবা কবিতা, কখনও বা ডিজিটাল ক্যানভাস।
কলকাতা বিশ্ববিদ্যালয়ে আইন পড়ার সময়ে সমমনস্ক বন্ধুদের সাথে নিজের উদ্যোগে প্রকাশ করেন লিটল ম্যাগাজিন ‘পথিক‘। এটাই ছিল অনির্বাণের প্রথম সংগঠিত গল্প বলার চেষ্টা। কার্ডিফে থাকাকালীন বিভিন্ন সময়ে নানা মাধ্যমে অনির্বাণ গল্প বলেছেন, বলে চলেছেন।
কার্ডিফ থিয়েটার – অনির্বাণের প্রতিষ্ঠা করা নাটকের দল। বিগত কয়েক বছরে দুটি বাংলা নাটক (‘লাইফ মে থোডিসি স্পাইস চাহিয়ে‘ ও ‘এক যে ছিল রাজা‘) ও একটি ইংরেজি নাটক (এ মার্ডার ইন সাইলেন্স) লিখেছেন, নির্দেশনা ও অভিনয় করেছেন। একজন লাইসেন্স প্রাপ্ত নাট্য প্রশিক্ষক, নিয়মিত ভাবে নাটক শিক্ষার সঙ্গে যুক্ত, কার্ডিফ ও লন্ডনে। এছাড়াও অনির্বাণ ‘কার্ডিফ থিয়েটার ফেস্টিভ্যাল’ এর আওহ্বায়ক ও ব্যবস্থাপক।
অনির্বাণ : এ স্টোরিটেলার – যুক্তরাজ্যের একটি কোম্পানি যার মাধ্যমে প্রকাশিত হয় বিভিন্ন গল্প, কবিতা ও উপন্যাস। অনির্বাণ ফিকশন লেখক হিসেবে ২০২০ সালে লিটারেচার ওয়েলস থেকে পেয়েছেন স্বীকৃতি ও অনুদান।
কার্ডিফ তবলা একাডেমী – অনির্বান একজন তবলা ও ড্রাম বাদক। এই সংস্থার মাধ্যমে তবলা প্রশিক্ষণ দেওয়া হয়।
গল্প cloud – অনির্বাণ যুগ্ম প্রতিষ্ঠাতা ও সম্পাদক। এটি কার্ডিফ থেকে প্রকাশিত একটি গ্লোবাল বাঙালি সাহিত্য পত্রিকা।