আশিস চক্রবর্তী
লেখক
আশিস চক্রবর্তী, কর্মসূত্রে একটি সরকারী স্কুলের পার্শ্ব শিক্ষক হিসেবে কর্মরত। লেখালেখির শুরু ছেলে বেলা থেকেই। বিগত সাত বছর নিজের প্রকাশিত একটি লিটিল ম্যাগাজিন সম্পাদনা করেছি। বর্তমানে কবিতা , ছোটগল্প , অনু গল্প , নাটক , উপন্যাস , প্রবন্ধ প্রভৃতি পশ্চিম বঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে অনলাইনে ও মুদ্রিত আকারে প্রকাশিত হয়ে চলেছে। এছাড়াও কানাডা , অস্ট্রেলিয়া , বাংলাদেশ থেকে প্রকাশিত হয়ে চলেছে গল্প ও কবিতা। কিছু অডিও স্টোরি ও প্রকাশিত হয়েছে ইউটিউব এ।