কত বৃষ্টিভেজা পথ,
হেঁটে গেছি আমরা একসাথে।
নিতাম না কোনো বর্ষাতি।
বৃষ্টি নামার মুহুর্তে,
তুমি দুহাত বাড়িয়ে
আমায় জড়িয়ে ধরতে
তোমার বুকে।
আমার মাথার বিক্ষিপ্ত সিঁদুর,
তোমার সাদা জামা রাঙিয়ে দিত।
ভালোবাসার লাগেনা কোনো সুইৎজারল্যান্ড,
পাহাড়ি সিনারি,
অথবা কোনো ভ্যালির ল্যান্ডস্কেপ।
কয়েক পশলা বৃষ্টি
আর প্রেমিকের সাদা জামায়,
অবিন্যস্ত সিঁদুরের দাগই যথেষ্ট।