ইমন দে
লেখক
'ইমন দে সানু',
বাংলাদেশের চট্টগ্রাম জেলার প্রত্যন্ত অঞ্চলে জন্ম।
মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষা জীবনেই তার লেখা ছড়া, শিক্ষকদের নিকট সমাদৃত হয়।সেই উৎসাহ থেকে বাংলা সাহিত্যের প্রতি বাড়তে থাকে অনুরাগ।বর্তমানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের 'সংস্কৃত বিভাগে' অধ্যয়নরত আছেন এবং পাশাপাশি 'চবি সাহিত্য সংসদ'এ যুক্ত থেকে সাহিত্য চর্চা করে যাচ্ছেন।বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক এবং আঞ্চলিক বিভিন্ন সাহিত্য সাময়িকীতে তার লেখা স্থান পেয়েছে।