আমি ফাল্গুনী মুখার্জী। বাড়ি কোন্নগর। সাহিত্য চর্চার সঙ্গে নিজেকে সদ্যই যুক্ত করেছি।আসলে লেখা লিখি যত দূর মনে পরে স্কুলে পড়ার সময়ে প্রবন্ধ লেখা তখন ও ভাবি নি যে কোনো এক সময়ে এই কলম ই আমাকে দুঃখ কষ্টের বা বিরহের সময়ে সাথী হয়ে উঠবে।সত্যি নিজের একাকিত্ব কাটাতে কলম ধরার থেকে আর বোধ হয় বিকল্প কিছু নেই।নিজের না বলা কথা বা নিজের কল্পনা সব ই এই কলমের মাধ্যমে প্রকাশ করা সম্ভব।এমনই তে পড়তে ভালোলাগে সেখান থেকেই এই লেখা লিখি র শুরু তবে আমি কোনো লেখিকা নয়। ভালোলাগে তাই লিখি। লেখা আমার কাছে আমার সন্তান সম তাকে যেমন করে লালন পালন করবো সে ও সেই রকম ভাবেই বাড়বে। এটাই বিশ্বাস করি।
Golpo Cloud is an initiative by Centre for Bengali Culture and Heritage, UK, a company registered in England and Wales (Reg No – 11653547). Centre for Bengali Culture and Heritage, UK is a project by KIRAN (The Knowledge-based Intercommunity Relationship and Awareness Network).