শুধুই দেয়ার জন্য পুণ্যলগ্নে এই প্রবেশ, কেবলই স্থবিরতার
স্পর্সস্বরে নিজেকে জড়ানো, ভয় চেপে রেখে ভয়ের প্রতীক্ষা করা
উৎকণ্ঠার কান্না চাপা, জল কাচা আর
রান্নাঘরের ক্লান্তিতে লুকিয়ে নেওয়া, সেলাই
সেফটিপিনে আটকে যায় স্বপ্ন, তাও লোভ হয়
তোমার বর্ষার দিনে খিচুড়ি রাঁধার আরো কয়েকটা বছর
মহামারীর মত তোমার অফিসওয়ালারাও বোঝেনি
এই ক্ষোভময় বেঁচে থাকা, তুমি বুঝো
তুমি ফিরো ব্যস্ততার শেষে সুস্থ শরীরে
আমার অখন্ড অবসরে।