আমাদের অন্তর্লীন ক্ররতা আজ রবিন পাখি ।
যীশুর মত প্রকৃতির ক্ষমা রক্ত মেখেছি পাখায় ।
জিভ আর যুদ্ধ এক বুঝিনি কখনো ।
তাই সবুজ মেয়ে কাঁদছে দেখেও
দখল ও ধর্ষণ নিরুত্তর হত্যা করেছে ।
আজ ক্লান্ত আমি ,
বিনত মূর্তি হয়ে দাঁড়িয়েছি নারীশ্বরের কাছে ,
মানবতার বর্ণপরিচয় নতুন করে শিখব বলে।
হে মানবাত্মা ,
প্রতিবেশী হও
ছেড়ে ফেল ঘৌড় দৌড়ের রাজপোষাক।