icche

ইচ্ছেরা রাতের আকাশে

জ্য়োৎস্না স্নাত ধ্রুবতারা,

ইচ্ছেরা বিপ্লব আনে

নিকোনো উঠোনে,

ইচ্ছেরা প্রজাপতি পাখা

দিগন্তে রামধনু আঁকা,

ইচ্ছেরা নিয়ম ভাঙ্গা

নিয়মের নামাবলি গায়ে,

ইচ্ছেরা নাস্তিক হয়

ইচ্ছেরা ধর্ম ও মানে,

ইচ্ছেরা তরবারি হাতে

শান্তি স্থাপন করে|

error: Content is protected !!