শব্দ . গল্প . কল্প
ইচ্ছেরা রাতের আকাশে
জ্য়োৎস্না স্নাত ধ্রুবতারা,
ইচ্ছেরা বিপ্লব আনে
নিকোনো উঠোনে,
ইচ্ছেরা প্রজাপতি পাখা
দিগন্তে রামধনু আঁকা,
ইচ্ছেরা নিয়ম ভাঙ্গা
নিয়মের নামাবলি গায়ে,
ইচ্ছেরা নাস্তিক হয়
ইচ্ছেরা ধর্ম ও মানে,
ইচ্ছেরা তরবারি হাতে
শান্তি স্থাপন করে|
কুমকুম করিম
লেখক পরিচিতির জন্য এখানে ক্লিক করুন
© 2020 Golpo cloud (গল্প cloud)
Golpo cloud, Cardiff, United Kingdom, CF24 1REE – golpocloud@gmail.com
Website by Red Panda Digital Creations