উত্তরে বাংলাদেশের সর্ববৃহৎ বিল চলনবিল, দক্ষিণে আত্রাই নদী। বিল আর নদীর বুক চিরে ধনুকাকৃতিতে অবস্থান করছে কালিনগর নামক বিশাল এক গ্রাম। নাটোর জিলার সিংড়া উপজেলার এই গ্রামটির আলো-বাতাসে বেড়ে উঠেছেন লেখক মোঃ কামরুল হাসান। পিতা মোঃ রহমত আলী মোল্লা ও মাতা মোসাঃ সামিরন বেগম দম্পত্তির সাত সন্তানের তৃতীয় সাহিত্যপ্রেমী মোঃ কামরুল হাসান। নবীন এই লেখক রাজশাহী বিশ্ববিদ্যালয় হতে সাংবাদিকতায় পড়াশোনাশেষে ‘প্রথম আলো' ও বিটিভিতে সাংবাদিকতাও করেছেন বেশ কয়েক বছর। বর্তমানে একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত মোঃ কামরুল হাসান লেখালেখি করেন শখের বশে। লেখকের একমাত্র প্রকাশিত গল্পের বই ‘সেঁজুতির স্বপ্ন'।
Golpo Cloud is an initiative by Centre for Bengali Culture and Heritage, UK, a company registered in England and Wales (Reg No – 11653547). Centre for Bengali Culture and Heritage, UK is a project by KIRAN (The Knowledge-based Intercommunity Relationship and Awareness Network).