পারমিতা রাহা হালদার (বিজয়া)
লেখক
শিল্প নগরী আসানসোলে জন্ম ও বড় হওয়া আজকের লেখিকা কবি পারমিতা রাহা হালদার, পিতা দিলীপ কুমার রাহা ও মাতা রেখা রানী রাহা। বর্তমানে কলকাতার বাসিন্দা। আর্মিতে কর্মরত স্বামীর সঙ্গে ভারতের নানা শহরে থাকা ও ভাবনার মেঘ উড়িয়ে সমৃদ্ধ লেখনীতে পাঠকদের ভালোবাসায় মুখরিত ভালো মনের মানুষটি এগিয়ে চলেছে বলিষ্ঠ ও সচেতন কলম হাতে। ভেতরের তাগিদ ও ভালোবাসা থেকে যখন একজন কবি ও সাহিত্যিক কলম ধরেন ,আপন খেয়ালে লিখেই চলেন সৃষ্টি হয় নানা কবিতা ,গল্পের সম্ভার। এখানেই লেখার সার্থকতা আর এভাবেই সুন্দর মনের আমাদের অন্যতম কবি ও লেখিকা পারমিতা রাহা হালদার মহাশয়ার স্বপ্ন সন্ধানী পথ চলা।