পূর্ণিমা সামন্ত
লেখিকা
পূর্ণিমা সামন্ত একজন শিক্ষিকা ও লেখিকা। কলিকাতা বিশ্ববিদ্যালয় থেকে বাংলায় স্নাতক, অতঃপর কল্যাণী বিশ্ববিদ্যালয় থেকে সাফল্যের সঙ্গে স্নাতকোত্তর সম্পন্ন করেছেন। বর্তমানে দক্ষিণ কলিকাতার 'কার্মেল হাই স্কুলে' শিক্ষকতা করেন।
বাংলা সাহিত্যের প্রতি অনুরাগবশত, ছোটবেলায় থেকেই লেখালিখির বিষয় মনোনিবেশ করেন। ছোটগল্প ও কবিতা - দুই ক্ষেত্রেই সাবলীল। তার লেখা বেশ কয়েকটি গল্প ও কবিতা বিভিন্ন মাধ্যমে ইতিপূর্বে প্রকাশিত হয়েছে।