রিয়া মিত্র
লেখক
নমস্কার, আমি রিয়া মিত্র। কুচবিহার জেলার মেখলিগঞ্জে জন্ম। বাবা কমল কুমার মিত্র, মা অনিমা মিত্র ও মামা চন্দন দে ছোট থেকেই সাহিত্য-চর্চায় অনুপ্রেরণা দিতেন। এছাড়া বড় জ্যেঠু ও দিদা লিখতেন। ছোট থেকে ওনাদের লিখতে দেখে এসেছি। এছাড়াও পরবর্তী কালে বন্ধু-বান্ধব, সহকর্মীরাও লেখার অনুপ্রেরণার যোগান দিয়েছে অবিরত।
দমদমের ক্রাইস্ট চার্চ গার্লস হাই স্কুলে দ্বাদশ শ্রেণী অবধি পড়ে যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে সাম্মানিক বাংলা নিয়ে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রী লাভ করি। ব্যারাকপুর রামকৃষ্ণ মিশন থেকে বি. এড. ও গোয়ালিয়রের জিওয়াজি ইউনিভার্সিটি থেকে এম. এড পাশ করে বর্তমানে বেলঘরিয়ার অ্যাডামাস ইন্টারন্যাশনাল স্কুলের বাংলার শিক্ষিকা হিসেবে কর্মরত।
নবম শ্রেণিতে পড়ার সময়ে চৌদ্দ বছর বয়সে 'বিকল্প সাহিত্য পত্রিকা' নামে স্থানীয় একটি পত্রিকায় প্রথম আমার গল্প ছাপার অক্ষরে বেরোয়। বিভিন্ন ব্লগ, ওয়েবজিন ও পত্র-পত্রিকায় নিয়মিত লেখা বেরোচ্ছে। 'প্রতিলিপি', 'গল্পকুটির'-এর মতো ভার্চুয়াল সাইটে বা 'নন্দিনী', 'সারাবেলা'-র মতো পত্রিকাতে নিয়মিত লেখা ছাপা হয়। বিভিন্ন যৌথ গল্প সংকলন, কাব্য সংকলন ও অণু গল্প সংকলনে আমার লেখা বেরিয়েছে। আমার প্রথম একক গল্প সংকলন 'ফেরারি মন' ও প্রথম একক কাব্য সংকলন 'মেঘকন্যা আজও উন্মুখ'।