50 Yeasmina Shirin Serajuddin

ইয়াসমীনা সিরাজউদ্দীন

লেখক
ইয়াসমীনা শিরিন সিরাজউদ্দীন এর বেড়ে উঠা শহর চট্টগ্রামে। ডা. মোহাম্মদ সিরাজউদ্দীন ও আফরোজা বেগমের প্রথম সন্তান ইয়াসমীনা পড়াশোনা করেছেন বাংলাদেশ ব্যাংক কলোনি উচ্চ বিদ্যালয় ও সরকারি কমার্স কলেজ, চট্টগ্রামে। ব্যবস্থাপনায় স্নাতকোত্তর করে পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে বি এড ও এম এড ডিগ্রি অর্জন করেন। স্নাতক পরীক্ষা দেয়ার পরই কৌতুহল বশত শিক্ষকতা পেশায় যোগ দেন তিনি। ছোটবেলায় মায়ের কাছে পেয়েছেন আঁকাআঁকির হাতেখড়ি। কোন প্রশিক্ষণ না থাকলেও শখের বশে ইচ্ছে হলে তুলে নেন স্কেচ পেন্সিল আর কাগজ। লেখালেখির চর্চা ছিল স্কুল জীবন থেকে। নিজের মনের কথা, আনন্দ, ক্ষোভ, দুঃখবোধ লিখতেন টুকরো কাগজে কিংবা ডায়রির পাতায়। 'ইয়াসমীনা শিরিন' নামে সামাজিক যোগাযোগ মাধ্যমের একটি পেইজে আপন ভাবাবেগ, কল্পনা, উপলব্ধি, ভাবনা নিয়মিত ছন্দে কবিতায় লিখেন তিনি। 'মায়া বিলাস' ও 'আলো আঁধারির গোলকধাঁধা' তাঁর প্রকাশিত দুটি কাব্যগ্রন্থ।

লেখকের প্রকাশিত লেখাগুলির জন্য এখানে চোখ রাখুন।

 গল্প

.কবিতা

.



KIRAN Logo - Small

Golpo Cloud is an initiative by Centre for Bengali Culture and Heritage, UK, a company registered in England and Wales (Reg No – 11653547). Centre for Bengali Culture and Heritage, UK is a project by KIRAN (The Knowledge-based Intercommunity Relationship and Awareness Network). 

www.thekiran.org.uk || www.kiranlegal.co.uk || www.kiran.org.uk

error: Content is protected !!