elomelo din

 

যত্নে রেখেছি সুখের চাবিকাঠি 

লুকোনো স্মৃতির জং ধরা তালাটি

ইচ্ছে হলেই তলিয়ে যাওয়া টুক

ডুব সাঁতারে ভালোলাগা এক বুক।

 

খেয়াল খুশীর বাঁধন হারা দিন

সম্পর্কে বেড়ে ওঠা যত ঋণ,

কাছাকাছি তবু হাজার মাইল দূর

হাওয়ায় ভেসে ছুঁয়ে যাই রোদ্দুর।

 

নির্ঘুম চোখে দুঃস্বপ্নের ভীড়…

মন ছুটে চলে, অবশ এ শরীর;

ভালোবাসাহীন কেটে যায় কারাবাস

ভারী হয়ে আসে নির্গত নিঃশ্বাস!

 

কলজেটা ছিঁড়ে উপড়ে নিচ্ছে কেউ

একটা একটা পেরিয়ে চলেছি ঢেউ;

অসম লড়াই নিক শুষে সব রস

(শুধু) রং হয়ে তুই সাদা ক্যানভাসে ভাস।

 

চোখের সামনে খোলা একখানা বই

এই ছিলো মনে, এই হারালাম খেই…

দেয়ালে দুলছে আমার ক্যালেন্ডার

আজ শনি নাকি আজকেও রোববার?

 

কল্যাণী ঘোষ

৩০ শে মার্চ, ২০২০

© 2020 Golpo cloud (গল্প cloud)

Golpo cloud, Cardiff, United Kingdom, CF24 1RE
E – golpocloud@gmail.com 

error: Content is protected !!