আমি কল্যানী ঘোষ, ক্যালিফোর্নিয়ার স্যান ডিয়েগো তে থাকি। লেখালিখি আমার নেশা। ভূগোল নিয়ে মাস্টার ডিগ্রী পাস করে ভারতে তথ্য ও প্রযুক্তি বিভাগে বহু বছর কাজ করার পর এদেশে আসা। বর্তমানে আমার শহরে একটি সরকারি উচ্চ বিদ্যালয়ে বিশেষ ভাবে সক্ষম বিভাগের resource specialist হিসেবে কর্মরত।
লেখাগুলি পড়ে আপনার মতামত জানতে পারলে খুশী হবো।