cropped-Logo-2.jpg

কবিতা তোমায়

কবিতা, তুমি আমার বুকে রক্ত ঝরাও,
চুপচুপে ভেজা অক্ষরগুলো সার দিয়ে দাঁড়ায়;
সেলফোনে আঙ্গুলের গতি আরো দ্রুত হয়,
কবিতা তুমি আমাকে বড্ড কাঁদাও।