কবিতা, তুমি আমার বুকে রক্ত ঝরাও,
চুপচুপে ভেজা অক্ষরগুলো সার দিয়ে দাঁড়ায়;
সেলফোনে আঙ্গুলের গতি আরো দ্রুত হয়,
কবিতা তুমি আমাকে বড্ড কাঁদাও।
কবিতা, তুমি আমায় কান্না শেষে বাঁচতে শেখাও,
বাষ্পে ভেজা চশমার এপাশে ঝাপসা চোখ;
কবর খুঁড়ে ছন্দ মিলের পংক্তি সাজায় আমার তীক্ষ্ম নখ,
কবিতা তুমি আমায় দু হাত ভরে শুধু দাও।
কবিতা ,বলো তো কি করে খুঁজে আমায় পাও?
ডাকিনা তোমায়, বরং ত্র্যস্ত থাকি কিছু বা সচেতন,
পাছে তুমি পড়ে ফেলো মনের গহন!
কবিতা অকপট তুমি কেবলই জ্বালাও!