অজস্র কবিতায় খুঁজে শেষমেশ তোমায় গদ্যে পেলাম । অজস্র লাল গোল টিপ আর আয়ত নয়নে খুঁজে তোমায় পেলাম বেলাশেষের প্রগতভানুতে আর ভুট্টা ক্ষেতের ওপর দিয়ে উড়ে যাওয়া টিয়া পাখির দঙ্গলে। কত নাভিমূলে খুঁজে তোমায় পেলাম কত সহস্র ভাঙ্গা ঢেউ এর নীচে শায়িত এই বেলাভূমিতে। কত রোমাঞ্চতে তোমায় খুঁজে অবশেষে তোমায় পেলাম এই হা-ক্লান্ত স্থবিরতায়।
তাই আলগোছে পা রেখেছি, পাছে ভিজে বালির ওপর আমার পায়ের শব্দে তুমি জেগে যাও। আলগোছে পা ফেলেছি, পাছে আমার পায়ের শব্দে স্থবির চাঁদ নেমে আসে আজ তোমার বুকে, হৃদয়ের অক্ষত জানালায়।
এইসব করেছি, ভেবেছি তুমি ঘুমিয়ে।
কবিরা জানেন না কবিতা দিয়ে ঘুম ভাঙ্গানো যায় না। মূর্খ।