দীর্ঘ দেড় দশক তথ্য প্রযুক্তিগত প্রফেশনাল বোহেমিয়ানার শেষে গুঞ্জন একদিন দুচ্ছাই বলে কলম তুলে নিয়েছিলেন। অতঃপর কলকাতার টেলিভিজন জগত থেকে মুম্বাই। এরপর জাকার্তা, সেখানে ওনার মূলত ইন্দোনেশীয় এবং দক্ষিণ পূর্ব এশিয়ার বহু দেশের ফীচার ফিল্মের সঙ্গে জড়িয়ে পরা। কিন্তু মনের মত কাজ করার যে খিদে নিয়ে ঘরছাড়া হয়েছিলেন সেই খিদে যেন আর কোথাও মেটে না। তারপর দীর্ঘ, প্রায় দশ বছর, পরে ঘরে ফিরে কুলুঙ্গী‘র পরিত্যক্ত প্রদীপ ঘষতেই জীন বেরিয়ে বলল ‘ওরে তোকে কি বর দেব? মুর্খ, সেই শিশির বিন্দু‘র কথা ভুলেছিস? ওর থেকে বড় বর বাঙ্গালীকে কেউ দিতে পারবে না‘। সেই যে জীনের সামনে জীভ কেটে মাতৃভাষায় লেখার প্রতিজ্ঞা গুঞ্জন করেছিলেন এখনো সেই প্রতিজ্ঞা বলবত করতে সতত তৎপর। লেখকের মাতামহীদত্ত নাম গুঞ্জন দাশগুপ্ত। বাণিজ্যিক চিত্রনাট্য আর পরিবারের দাবীর মাঝেও ইস্টবেঙ্গল আর ইংলিশ প্রিমিয়ার লীগ এখনো ওনার অনেকটা মন জুড়ে ।