কবিতা ২

অনেক ভেবেও এক পংক্তি কবিতা সেই আগের মত হুড়মুড় করে মাথায় এল না;

অনেক ভেবেও নিজেকে আর আগের মত উড়িয়ে দিতে পারলাম না ধবল বকের পাখায়,                                                                      

কাশের তুলোয় অথবা সংসারের আরো তুচ্ছতর অন্য কোন কাজে।

ভেসে যেতে পারলাম না কোন হলদেটে জ্যোৎস্নার পদ্যমাখা কোমল অন্ধকারে।

অথচ বিনা প্ররোচনায়, একেবারে ইচ্ছের বিরুদ্ধে, বিনা দ্বন্দ্বে ভেসে গেলাম।

এবার শুধু তোমার কাছে।

 

আগে কিন্তু কখনো এরম হয় নি। আর হয়নি বলেই বুঝিনি।

 

তুমিই মৃত্যু। অনন্ত। অনাদি। অনাস্বাদিত।

© 2020 Golpo cloud (গল্প cloud)

Golpo cloud, Cardiff, United Kingdom, CF24 1RE
E – golpocloud@gmail.com 

error: Content is protected !!