‘তোমাকে ছুঁয়ে দেখেছি। কর্কশ।
তোমার চোখের পাতা ছুঁয়েছি। ধূলিমাখা।
তোমার বাহু ছুঁয়ে বুঝেছি তুমি অনাদি উর্ধবাহু।
চন্দ্রালোকিত রাতে তোমায় বন্ধ চোখে দেখেছি।
হয়ত ভেবেছি প্রগতভানুর শেষ রশ্মিতে।
তুমি নগ্ন। সুঠাম। তন্বী। বিপদসঙ্কুল।
তুমি বৃক্ষ।
আমার আশ্রয়।
ভালবাসা।
তোমায় শুধু ঝড়ের রাতে ভালবাসিনি।
বেসেছি শারদপ্রাতেও।।
রাত ২: ৪৯
মহাষ্টমী, ২০১৯।