‘নিজের ক্রমাগত ব্যর্থ জীবনের
বিবরণী একটা বড় কাগজে
সবিস্তারে লিখে
পঁচিশতলার জানালা দিয়ে ছেড়ে দিই –
কুটিকুটি করে,
সন্ধের আলো অন্ধকারে
ছেঁড়া কাগজের টুকরোগুলো
নীচের দিকে নামতে থাকে –
কতক্ষন লাগবে ওদের নীচে পৌঁছতে
কয়েক মিনিট। কয়েক দিন। কয়েক বছর।
নাকি এক কল্পান্ত থেকে আরেক কল্পান্তে।