Anindya Datta

অনিন্দ্য দত্ত

লেখক

একসময় কোলকাতার টেলিভিজন ডেইলি সোপ পরিচালনার একেবারে অগ্রগণ্য পরিচালকদের একজন থেকে স্বেচ্ছা নির্বাসন নিয়ে একজন ডকুমেন্টারি পরিচালক হয়ে ওঠা এবং তারপর মুম্বাইতে পাকাপাকি বসবাস শুরু করে অনিন্দ্য ওনার স্বপ্ন, একজন স্বাধীন চিত্রপরিচালক হওয়ার দিকে বেশ কয়েক পা এগিয়ে গেছেন। ফল, গত বছর কিংবদন্তী সৌমিত্র চট্টোপাধ্যায়ের সঙ্গে একটি স্বল্প দৈর্ঘের ছবি শেষ করা। সঙ্গে অনিন্দ্যর অনবদ্য, চমৎকার লেখার হাত যেন সেই মিথিকাল স্কচের মত বয়েসের সঙ্গে সঙ্গে আরো পরিণত হচ্ছে। সেই রসাস্বাদনের স্বার্থপরতা থেকে মুক্ত হতে গল্প ক্লাউড অনিন্দ্যকে বিশ্বের দরবারে পরিবেশনের দায় নিল। অনিন্দ্যর কবিতার বই কলাপাতা পাখনা নাড়ে অন্ধকারেএবার বইমেলায় যথেষ্ট সমাদৃত। 

error: Content is protected !!