danob puri

‘ঘুমপাড়ানি মিডিয়ামাসি মোদের ঘরে এসো  

খাট নাই, সোফা নাই

ভয় পেতে  বোসো। ধীরে ধীরে ফিরে চলো

সাত সাগরের পারে

অন্ধকারে জীবেরা সব

অন্ধকারেই মারে

সন্মুখে আঁধার দেখো

পশ্চাতের ক্ষয়- 

কোটি টুকরো রামধনু

কাদায় পড়ে রয়।

হরি হরি বলোরে ভাই 

পালা হইলো সার

জেনে রেখো; দানবলোকে

প্রতিরোধই উদ্ধার।

error: Content is protected !!