‘আমার বাবা ছবি লেখে
গল্প আঁকে আঁচড়ে,
আমার বাবা হাওয়ার সাথে কথা বলে
ঘোড়া চালায় বাতাসে;
রাতভর মা জেগে থাকে
ঘুম যে তার আসে না,
আমার বাবা মাসের শেষে
কোন টাকাই কামায় না।
আমার বাবা ঝড়ের রাতে
বেরিয়ে পরে উজানে,
আকাশ ভরা মেঘের পারা
কোথায় সে যায় কে জানে;
আমার মা তো জেগে থাকে
তাঁর বুকের হাঁপর কমে না,
আমার বাবা ঝড়ের শেষেও
কোন টাকাই কামায় না।
আমার বাবা সাঁতরে পেরোয়
স্বপ্নমাখা সমুদ্দুর,
মানুষ যেথায় থমকে থামে
পিটটান দেয় বহুদ্দুর;
ওদিকে মা কাঁদতে থাকে
ভাতের হাঁড়ি চাপে না,
আমার বাবা জীবনে সে
টাকা পয়সাই কামায় না।
এমনতরো ছেলেবেলা, আর
ঢেউ এর ওপর জীবনটা,
কাটিয়ে শেষে চাকরি করি
আজ আমিই মায়ের খড়কুটা;
রাগের পরে ঠান্ডা মাথায়
বুঝেছি এক সার কথা,
বাবা আমার ক্ষুদে ইভান
রুশ দেশের এক রূপকথা!