এই কি সেই ছাতিম গাছ ?
এরই নিচে তোমার আমার প্রথম সাক্ষাৎ
ছাতিমের উগ্রতা আমাদের পছন্দ নয়
তাই দূরে সরে এসে খেজুর গাছের তলায়
তোমার কস্তুরি ঘ্রাণ
আর মিহি ছাতিমের গন্ধ
এই কি সেই ছাতিম গাছ ?
এরই নিচে তোমার আমার প্রথম সাক্ষাৎ
ছাতিমের উগ্রতা আমাদের পছন্দ নয়
তাই দূরে সরে এসে খেজুর গাছের তলায়
তোমার কস্তুরি ঘ্রাণ
আর মিহি ছাতিমের গন্ধ