শ্যামের
দু’চার লাইন
মন
লেখালিখি, সিনেমা, বেড়ানোয় /
ইর্ষা
ভালো লেখা / আড্ডা – বেড়ানো
ভীষণ
প্রিয় । তবে সবচেয়ে প্রিয়
কবিতার
জগত। স্বপ্ন, ভালবাসার পৃথিবী।
পেশা:
সাংবাদিকতা।
স্কুলে
পড়তে পড়তেই ‘ছায়া’ পত্রিকার
সম্পাদক।
তারপর ‘সৃশিক্ষা’র প্রকাশক।
দুটি
কবিতার বই প্রকাশিত।
কখনো
সহকারী স্ক্রিপ্ট – রাইটার,
কখনো
সহকারী সম্পাদনা করেছেন সিরিয়ালে।
এখন
পেশা ছাড়া – লেখা আর বেড়ানোই
সবচেয়ে
প্রিয়। এটা নিয়েই বাকি
জীবনে
থাকতে চান।
হ্যাঁ
অবশ্যই, মানুষের সঙ্গ পছন্দের বিষয়।