jojon 5

জল বন্দি বোতলে,

সূর্য ডুবে গেলে নুড়ি 

জলের অতলে । 

 

তুমি না সরালে

কে সরাবে কুয়াশা অঙ্গীকার ?

 

চাঁদের পিঠে হামাগুড়ি 

দিয়ে উঠে পড়ো  ,

নিয়ে যাও কস্তুরী ঘ্রাণ 

আমিও ছাতিমের

শিকড় পুঁতি জ্যোৎস্না গভীরে । 

 

আমাদের দেখা হয় না

গোল চাঁদের আলোয় ,

কনকনে বর্ণমালা রাত

পড়ে থাকে অপেক্ষার তারা নিয়ে । 

error: Content is protected !!