প্রকাশিত উপন্যাস (১৬) – রাধারমণ , গোপা , সমাগত মধুমাস , অনুগামিনী, অগ্নিঋষি , ধর্মান্তর , মর্ম-মা , ঈশ্বরের পাড়া , ধর্মে আছি , জিরাফে নেই ,বিশ্বজননী প্রমুখ । মন্থরা ওড়িয়া ভাষায় অনুবাদ করেছেন নিরঞ্জন জানা । ইংরেজি ভাষায়ও মন্থরার ভাষান্তর হয়েছে।
প্রকাশিত ও অপ্রকাশিত ছোটগল্প – অনধিক ২০০
প্রাপ্ত পুরস্কার – মদনমোহন তর্কালংকার সন্মাননা – ২০১৭, নীরেন্দ্রনাথ চক্রবর্তী স্মৃতি পুরস্কার, কবিতা পাক্ষিক সম্মান , তারা বাংলা বিশেষ লেখক সন্মাননা , রেডক্রস বিশিষ্ট সাহিত্যিক সন্মাননা ও আইফেস্ট জীবন-কৃতি সন্মাননা ।