cropped-Logo-2.jpg

একটা ইচ্ছা, দুটো মৃত্যু আর কিছু খুচরো স্বপ্ন (তৃতীয় ও অন্তিম পর্ব)

এর পরের দুদিন রাখী আর স্কুলে গেল না। সারাদিন বাড়িতে রইল দুটি নির্বাক প্রাণী আর মীরা রোডের তিন তালার দু কামরার ফ্ল্যাট ঢেকে রইল উনুনের ধোঁয়ায় নিঃশ্বাস বন্ধ হয়ে আসার মত একটা অস্বস্তি আর গাঢ় নৈঃশব্দে।