Jibon Dhadha

টুকরো টুকরো স্মৃতি দিয়ে আঁকা

জীবনের জলছবি,

ক্রমে ক্রমে সে যে পূর্ণতা পায়

জোড়া লেগে যায় সবই।

জিগ্ স পাজল্ সাজিয়ে চলে যে

অলক্ষ্যে বসে বসে,

জানে শুধু সেই যত কাটাকুটি

মিলে যাবে এসে শেষে।

এক সমুদ্র জীবন যেমন

পাওয়া না পাওয়ার ঢেউ ;

স্মৃতি পড়ে থাকে বালুকাবেলায়

ফিরে তো আসে না কেউ।

বিদায় অতীত , আগামী সূর্য্য

আনবে নতুন আলো;

একবুক আশা আর ভালোবাসা,

কে বলে সব ফুরালো?

error: Content is protected !!