জীবন ধাঁধা টুকরো টুকরো স্মৃতি দিয়ে আঁকা জীবনের জলছবি, ক্রমে ক্রমে সে যে পূর্ণতা পায় জোড়া লেগে যায় সবই।