swapna

অৰ্ধ শতক পেরিয়ে যেদিন

দিনগোনা ছিল সাথী

দেওয়া নেওয়ার শর্ত ফেলে

তোমায় প্রথম দেখি।

 

স্নিগ্ধ সতেজ চোখদুটি, আর

তন্বী মনের ছোঁয়ায়

ধূসর মলিন ক্যানভাসটা

‘রক্তকরবী’ হয়।

 

কখন যেন জড়িয়ে ধরি

তোমায় জীবন দিয়ে,

তোমার প্রেমের সোনারকাঠি

তোমায় পাশে পেয়ে

 

তোমার ঠোঁটে ঠোঁট ছুঁয়ে, আর

তোমারই হাত ধরে 

গল্প আমার রূপকথা হয়

আলোকবর্ষ পরে

 

সূর্য পানে তাকিয়ে থাকি

তোমাতে এক হয়ে

শ্রদ্ধা তোমায় ভালোবাসা

শেষ নিঃশ্বাস দিয়ে

 

জন্ম নেবো বারেবারে আমি

তোমায় দেখতে চাই

স্বপ্ন দেখার স্বপ্নে আমি 

শুধু তোমাকেই পাই।

error: Content is protected !!