Sourov Gongopadhyay

সৌরভ গঙ্গোপাধ্যায়

লেখক

লেখক সৌরভ গঙ্গোপাধ্যায়, নাম এক হলেও, পেশায় মহারাজের মত ক্রিকেটার নন। তবে আদ্যোপান্ত ক্রীড়াভক্ত এবং আইনের ময়দানে এক কুশলী খেলোয়াড়। পেশায় আইনজীবী সৌরভ ছোটবেলায় হিন্দু স্কুলে পড়ার সময় থেকেই বাংলা সাহিত্যের প্রতি অনুরক্ত। সত্যজিৎ রায়, বুদ্ধদেব গুহ, শঙ্কর এবং শিবরাম চক্রবর্তীর ভক্ত সৌরভ আইনকে পেশা হিসাবে গ্রহণ করলেও পরবর্তীকালে টেলিভিশন এবং সংবাদপত্রের সাথে যুক্ত  হয়ে চালিয়ে যান তার সাহিত্য প্রেম। আইন সংক্রান্ত বিভিন্ন অনুষ্ঠানের চিত্রনাট্য করা থেকে শুরু করে অনুষ্ঠানের সঞ্চালক সৌরভ বহু ক্রীড়া পত্রিকাতেও নিয়মিত লিখতে থাকেন।  আইন পড়ার সাথে সাথে ‘সোনার বাংলা‘ সংবাদপত্রে লিখতে থাকেন সংস্কৃতি বিশেষত মিউজিক নিয়ে। ২০০০-২০১০ সাল পর্যন্ত ‘সংবাদ প্রতিদিন‘ সংবাদপত্রে তার নিজস্ব কলম ‘আইনি আলোয়‘ এবং ‘কোর্ট ইয়ার্ড‘ যথেষ্ট জনপ্রিয়তা অর্জন করেছিল। দূরদর্শন ও আকাশবাণীতে নিয়মিত অনুষ্ঠানের জন্য সৌরভ দর্শক ও শ্রোতাদের কাছে পরিচিত মুখ। 

আইনকে পেশা হিসেবে গ্রহণ করার জন্য বহু মানুষের সমস্যাকে চাক্ষুষ করার অভিজ্ঞতা নিয়েই আজ সৌরভ আমাদের পাঠকদের কাছে এসেছেন তার অভিজ্ঞতার গল্প শোনাতে। ‘গল্প‘ হলেও আদপে সত্য কাহিনী আমাদের পাঠকের মাঝে তুলে ধরার জন্যই আজকের এই লেখা। দুই মনের মানুষের কাছ থেকে দূরে চলে যাওয়ার গল্পই ‘কাছে, তবু কত দূরে‘।

error: Content is protected !!